• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাকিস্তানে চীনা সেনা মোতায়েনের খবর নিয়ে ধোঁয়াশা!

  আন্তর্জাতিক ডেস্ক

০৩ জুলাই ২০২০, ০৯:৪৭
পাকিস্তানে চীনা সেনা মোতায়েনের খবর নিয়ে ধোঁয়াশা!
পাকিস্তান ও চীনের সেনা সদস্য (ছবি : দ্য স্ট্রেটস নিউজ)

গত কয়েকদিন থেকে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে দাবি করা হচ্ছে, পাকিস্তানে চীনা সেনা মোতায়েন করা হয়েছে এবং ভারতকে চাপে ফেলতে তারা পাকিস্তানি ঘাঁটিও ব্যবহার করছে। তবে ভারতীয়দের এমন দাবি প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ।

বৃহস্পতিবার (২ জুলাই) বিবৃতির মাধ্যমে পাক সেনাবাহিনী জানায়, চীনের কোনো সেনা পাকিস্তানে প্রবেশ করেনি। এমনকি তাদের কোনো বাহিনীকেও আমাদের কোনো ঘাঁটি ব্যবহারেরও অনুমতি দেওয়া হয়নি।

খবরটিকে ভিত্তিহীন দাবি করে বিবৃতিতে আরও বলা হয়, ভারতের কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, পাকিস্তানে চীনা সেনাবাহিনী প্রবেশ করেছে এবং তাদের উত্তরাঞ্চলীয় স্কারদু শহরের বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এ ধরনের খবর প্রকাশের মাধ্যমে তারা দায়িত্বজ্ঞানহীন কাজ করেছে।

পাকিস্তান সেনাবাহিনী বলছে, এখনো এমন কোনো ঘটনাই ঘটেনি এবং কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় সেনা মোতায়েন বাড়ানোর যে খবর প্রচার করা হয়েছে, সেটিও পুরোপুরি মিথ্যা।

আরও পড়ুন : ইরানের তেল ট্যাংকারে ব্যর্থ হামলার চেষ্টা যুক্তরাষ্ট্রের (ভিডিও)

এর আগে গেল বছরও এ ধরনের খবর বেরিয়েছিল। সে সময় বলা হয়েছিল, চীনকে নিজেদের ভূখণ্ডে সামরিক ঘাঁটি নির্মাণের অনুমতি দিয়েছে পাকিস্তান। তবে ইসলামাবাদ বরাবরই এসব খবরের সত্যতা প্রত্যাখ্যান করেছে।

সূত্র : পার্সটুডে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড