• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

উহান থেকে লকডাউন প্রত্যাহারের দিনক্ষণ ঘোষণা 

  আন্তর্জাতিক ডেস্ক

২৫ মার্চ ২০২০, ২০:৩৯
লকডাউন
লকডাউন (ছবি : শিনহুয়া)

করোনা ভাইরাসের কারণে এখন সর্বত্রই আতঙ্ক বিরাজ করছে। প্রাণঘাতী এই ভাইরাসের উৎপত্তি চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে। করোনার কারণে গত প্রায় আড়াই মাস ধরে লকডাউন অবস্থায় রয়েছে শহরটি। অবশেষে উহান থেকে লকডাউন অবস্থা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে চীন সরকার।

সবকিছু ঠিক থাকলে আগামী ৮ এপ্রিল শহরটিতে আরোপিত লকডাউন প্রত্যাহার করা হবে বলে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (২৫ মার্চ) এক খবরে এ তথ্য জানিয়েছে শিনহুয়া।

এ ব্যাপারে দেওয়া এক বিবৃতিতে হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশন জানিয়েছে, আগামী ৮ এপ্রিল উহানের ওপর আরোপিত লকডাউন প্রত্যাহার করা হবে। তখন শহরটির বাসিন্দারা কর্তৃপক্ষের বেঁধে দেওয়া স্বাস্থ্য সম্পর্কিত নীতিমালা মেনে শহর ছাড়ার সুযোগ পাবেন।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ইতোমধ্যে বিশ্বের প্রায় ১৯৫টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

আরও পড়ুন : বুলেট ট্রেনের চেয়েও দ্রুতগতিতে ছড়াচ্ছে করোনা

বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৪ লাখ ৩৫ হাজার ৩৬৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর এ পর্যন্ত সারা বিশ্বে করোনায় মারা গেছেন ১৯ হাজার ৬১৮ জন।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড