• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের শরণাপন্ন ইরাক

  আন্তর্জাতিক ডেস্ক

০৭ জানুয়ারি ২০২০, ০৮:৫৫
মার্কিন সেনা
ইরাকে মোতায়েন মার্কিন সেনা সদস্য (ছবি : রয়টার্স)

বাগদাদ ও আশপাশের বেশ কয়েকটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে কমান্ডোদের হত্যার প্রতিবাদে এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘে নালিশ জানিয়েছে ইরাক। সোমবার (৬ জানুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথক চিঠির মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের কাছে অভিযোগটি জানায়।

চিঠিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত এই রাষ্ট্রটির বুকে অবস্থান করে ইরাকি সেনাদের বিরুদ্ধে মার্কিন অভিযান দেশটির সার্বভৌমত্বকে মারাত্মকভাবে লঙ্ঘন করেছে। চিঠিতে মার্কিন হামলাগুলোয় ইরাকি সেনা কমান্ডারদের নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানানোর আহ্বান জানানো হয়।

এ দিকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বাগদাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ম্যাথিউ টুয়েল্লারকে জরুরি তলব জানিয়ে ইরানের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আল-শাবির সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসকে হত্যার তীব্র প্রতিবাদ জানায়।

রবিবার (৫ জানুয়ারি) ইরাকি পার্লামেন্টও দেশটি থেকে অবিলম্বে মার্কিন সেনা বহিষ্কারের প্রস্তাব পাস করা হয়।

আরও পড়ুন :- সোলাইমানির বাগদাদ সফর নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল ইরাক

এর আগে শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। যুক্তরাষ্ট্রের সেই অভিযানে ইরান সমর্থিত পপুলার মবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ বাহিনীর বেশ কয়েকজন সদস্য প্রাণ হারান।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড