• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত

  আন্তর্জাতিক ডেস্ক

৩১ ডিসেম্বর ২০১৯, ০৮:৫৪
সড়ক দুর্ঘটনা
দুর্ঘটনায় বিধ্বস্ত গাড়ির ধ্বংসাবশেষ (ছবি : দ্য পলিটিকো)

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস প্রদেশের এক মহাসড়কে একটি গাড়ি ও পর্যটকবাহী ভ্যানের সংঘর্ষে অন্তত ১১ জনের প্রাণহানি হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও কমপক্ষে সাতজন।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে ফরাসি বার্তা সংস্থা ‘এএফপি’ জানায়, সোমবার (৩০ ডিসেম্বর) সকালে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। প্রসিকিউটর কার্যালয় থেকে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে এরই মধ্যে তদন্ত কাজ শুরু হয়েছে।

বিবৃতির মাধ্যমে প্রসিকিউটর কার্যালয় জানায়, বিদেশি পর্যটকসহ যাত্রীরা একটি ভ্যানে চেপে চিয়াপাস প্রদেশের অন্যতম পর্যটন কেন্দ্র সান ক্রিস্টোবাল ডি লাস কাসাস নগরীতে যাচ্ছিলেন। তখনই বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি ভ্যানটিকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

উদ্ধারকারী দলের একজন মুখপাত্র বলেন, দুর্ঘটনার পরপরই নারী ও শিশুসহ মোট ১১টি মরদেহ উদ্ধার করা হয়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন :- দিল্লির কুয়াশাচ্ছন্ন সড়কে ভয়াবহ দুর্ঘটনা

উল্লেখ্য, বড়দিন ও নববর্ষের ছুটি উদযাপনের সময় মেক্সিকোয় ট্রাফিক জ্যাম তুলনামূলক বৃদ্ধি পায়। এর ফলে সেখানে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড