• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিমান হামলায় বিধ্বস্ত সিরিয়ায় নারী-শিশুসহ নিহত ১০

  আন্তর্জাতিক ডেস্ক

০৩ ডিসেম্বর ২০১৯, ১১:১৬
বোমা হামলায় বিধ্বস্ত সিরিয়া
বোমা হামলায় বিধ্বস্ত সিরিয়ার শহরাঞ্চল (ছবিসূত্র : তেহরান টাইমস)

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবে সরকারবাহিনীর বিমান হামলায় নারী-শিশুসহ অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে। তাছাড়া আহত হয়েছেন আরও কমপক্ষে ২০ বেসামরিক নাগরিক। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা ‘রয়টার্স’ জানায়, সোমবার (২ ডিসেম্বর) সকালে দেশটির বিদ্রোহী নিয়ন্ত্রণাধীন মারেত আল নুমান এবং সারাকেব শহরের দুইটি বাজারে এই বিমান হামলা চালানো হয়। যদিও সরকারবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানানো হয়নি।

সিরিয়ার হোয়াইট হেলমেটস হিসেবে পরিচিত দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তা আহমেদ শেখো বলেছেন, ‘এবারের বিমান হামলায় মারেত আল নুমান শহরে নারী ও শিশুসহ অন্তত ৯ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। তাছাড়া সারাকেবে শহরে একজনের প্রাণহানি ও ১৫ জন গুরুতর আহত হন।’

তিনি আরও বলেন, ‘স্থানীয় সময় সকাল ৯টায় সারাকেবে প্রথম বিমানটি হামলা চালানো হয়। পরে একই দিন সকাল সাড়ে ১০টার দিকে পার্শ্ববর্তী মারেত আল নুমানে শহরে আসাদবাহিনী তাদের দ্বিতীয় হামলাটি চালায়।’

আরও পড়ুন :- ২১ মার্কিন ঘাঁটির দিকে মিসাইল তাক করেছে ইরান

স্থানীয় সবজি বিক্রেতা মাহের মোহাম্মদ (৩৫) ফরাসি বার্তা সংস্থা ‘এএফপিকে’ বলেছেন, ‘আমার দেখা সবচেয়ে বড় বিমান হামলা এটি। আমরা তখন দৌড়ে দোকানের মধ্যে প্রবেশ করি। বিমান থেকে ফেলা বোমার শব্দে আমরা নিচে পড়ে যাই। বাজারের অর্ধেক এলাকাজুড়ে বোমাবর্ষণ হয়েছে। আমাদের অনেক প্রতিবেশী এতে মারা গেছেন।’

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড