• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

২১ মার্কিন ঘাঁটির দিকে মিসাইল তাক করেছে ইরান

  আন্তর্জাতিক ডেস্ক

০৩ ডিসেম্বর ২০১৯, ১০:০০
ইরানের মিসাইল
ইরানের মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র (ছবিসূত্র : দ্য তেহরান টাইমস)

গোটা মধ্যপ্রাচ্যের মোট ২১টি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে নিজেদের ক্ষেপণাস্ত্র তাক করে আছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। এবার এমনটাই দাবি করেছে অঞ্চলটির ইসলামিক রিভোলিউশনারি গার্ডস কোর (আইআরজিসি)।

সোমবার (২ ডিসেম্বর) কর্তৃপক্ষের বরাতে তুর্কি বার্তা সংস্থা ‘আনাদোলু এজেন্সি’ জানায়, গত শুক্রবার (২৯ নভেম্বর) ইরানের অন্যতম প্যারামিলিটারি বাহিনীর ‘বাসিজ’ ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী ‘বুশেহরতে’ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূলত সেখানে উপস্থিত হয়ে আইআরজিসি কলেজের ঊর্ধ্বতন উপদেষ্টা জেনারেল আল্লাহনূর নুরুল্লাহি মার্কিন প্রশাসনের প্রতি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বর্তমানে তেহরানের সামরিক সক্ষমতা প্রসঙ্গে ন্যাটোর করা মন্তব্যের বরাতে আইআরজিসির এই জেনারেল বলেন, ‘আমরা প্রতিদিন ২০ হাজার মিসাইল উৎক্ষেপণে সক্ষম। যদিও ইরানের প্রকৃত সক্ষমতা আসলে আরও বেশি। তবে সংঘাত শুরু হলে দৈনিক এর চেয়ে কয়েকগুণ বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া হবে। এবার সবচেয়ে বড় শত্রুর বিরুদ্ধে সর্ববৃহৎ যুদ্ধের জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত।’

নুরুল্লাহির ভাষায়, ‘মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পর ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় বিশ্বে চতুর্থ শক্তি এই ইরান।’

আরও পড়ুন :- সৌদির আরও একটি ড্রোন ভূপাতিত করল ইয়েমেন (ভিডিও)

নিজের বক্তব্যের একপর্যায়ে মার্কিন মিত্র হিসেবে পরিচিত ইসরায়েলের প্রতিও তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেন আইআরজিসির এই জেনারেল। তিনি বলেন, ‘ইরানের বিরুদ্ধে কোনো ভুল করলে তেল আবিব এবং হাইফাকে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হবে।’

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড