• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

জালিয়াতি করে ৩ শিক্ষকের এমপিও, জড়িতদের বিরুদ্ধে তদন্ত শুরু

  অধিকার ডেস্ক

২০ এপ্রিল ২০১৯, ০৯:৩৩
শিক্ষা
শিক্ষা মন্ত্রণালয় (ছবি : দৈনিক অধিকার)

জালিয়াতি করে নাটোরের লালপুরে উপজেলার বরমহাটি সমবায় উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখায় তিন শিক্ষক নিয়োগপ্রাপ্ত হয়ে এমপিওভুক্ত হয়েছেন। এর প্রেক্ষিতে ওই তিন শিক্ষকের নিয়োগে সরকারি প্রতিনিধি ও এমপিওভুক্তিতে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তর সূত্রে জানা যায়, কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভোকেশনাল শাখার পরিচালক মো. অহিদুল ইসলামকে আগামী সাত কর্ম দিবসের মধ্যে অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, যোগ্যতা ও নিবন্ধন সনদ না থাকার পরেও বরমহাটি সমবায় উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার শিক্ষক মো. মিজানুর রহমান, রোকেয়া বেগম ও ফিরোজা খাতুন এমপিওভুক্ত হয়েছেন। এই ৩ শিক্ষকের এমপিও ইতোমধ্যে বাতিল করা হয়েছে। এবার এর সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত শুরু হয়েছে।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড