• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভুয়া পেজ চালু করায় এনটিআরসিএর জিডি

  অধিকার ডেস্ক    ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:১৮

এনটিআরসি
ছবি : ইন্টারনেট

এনটিআরসিএর নামে ফেসবুকে বিভিন্ন ভুয়া ও ভুল তথ্য দিয়ে করা মিথ্যাচারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এ বিষয়ে এনটিআরসিএর একজন কর্মকর্তা জানান, এক প্রতারক চক্র এনটিআরসিএর কার্যক্রম পুজি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভ্রান্তিমূলক বার্তা ছড়াচ্ছে। এমনকি এনটিআরসিএর নামে ফেসবুক পেইজ ও গ্রুপ খোলা হয়েছে, যা দেখে এনটিআরসিএর দাপ্তরিক পেইজ মনে হলেও এটি তাদের নয়।

তিনি আরও জানান, এসব অসাধু ব্যক্তিরা বিভিন্ন ভুল ও ভুয়া তথ্য ছড়িয়ে নিরীহ নিবন্ধিতদের কাছ থেকে সরকারের বিরুদ্ধে অযৌক্তিক মামলা করার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। নিরীহ নিবন্ধিতরাও চাকরি পাওয়ার আশায় টাকা দিচ্ছেন তাদের। এভাবে কোটি কোটি টাকা আদায় প্রতারণা ও দণ্ডনীয় অপরাধ। এসব মিথ্যাচারীদের বিষয়ে ইতিমধ্যে ব্যবস্থা নেয়া শুরু হয়েছে।এনটিআরসিএ আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছে। অভিযোগে জড়িত সন্দেহভাজনদের সুস্পষ্ট তথ্য তাদের দেয়া হয়েছে। দোষীদের শিগগিরি খুঁজে বের করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড