• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বশেমুরবিপ্রবিতে মার্কেটিং বিভাগের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

  বশেমুরবিপ্রবি প্রতিনিধি

৩০ এপ্রিল ২০১৯, ২১:২০
বশেমুরবিপ্রবিতে সেমিনার
চ্যালেঞ্জেস ফেসড বাই দ্য বিজনেস গ্র্যাজুয়েটস শীর্ষক সেমিনার (ছবি : সংগৃহীত)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) মার্কেটিং বিভাগের উদ্যোগে ‘চ্যালেঞ্জেস ফেসড বাই দ্য বিজনেস গ্র্যাজুয়েটস অব ২১ সেঞ্চুরি’ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের নতুন অ্যাকাডেমিক ভবনের ১০১ নম্বর রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ইমরান হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান।

সেমিনারে অধ্যাপক মো. মাসুদুর রহমান বলেন ‘বর্তমান সময়টা তরুণদের। এই সময়ে কর্মক্ষেত্রে সুযোগ এবং হুমকি দুটোই সমানুপাতিক হারে বৃদ্ধি পাচ্ছে।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে নিজেদের সুপ্রতিষ্ঠিত করার জন্য সততা ও নৈতিকতার সাথে নতুনকে গ্রহণ করার মানসিকতা তৈরি করতে এবং বড় স্বপ্ন দেখার পরামর্শ দেন।

সেমিনার সম্পর্কে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ইমরান হোসাইন বলেন, ‘বর্তমান সময়ে মানুষের চাহিদা অত্যন্ত দ্রুত পরিবর্তন হচ্ছে এবং মার্কেটিং ক্ষেত্র টা ক্রমাগত চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। চ্যালেঞ্জ মোকাবেলা করে শিক্ষার্থীরা যাতে সহজেই কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে পারে সেই উদ্দেশ্যেই আমরা নিয়মিত সেমিনার আয়োজন করে থাকি এবং সেই ধারাকে অব্যাহত রাখতেই এই সেমিনারের আয়োজন করা হয়েছে।’

সেমিনারে আরও উপস্থিত ছিলেন- মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক তাপশ বালা, প্রভাষক ও সাংবাদিক সমিতির উপদেষ্টা হাফিজুর রহমান সহ বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড