• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজশাহী বিশ্ববিদ্যালয়

দ্রুত রাকসু নির্বাচন দাবি শিক্ষার্থীদের

  রাবি প্রতিনিধি

১৮ এপ্রিল ২০১৯, ১৮:৩৬
রাবি
রাকসু নির্বাচনের দাবিতে মানববন্ধন (ছবি : দৈনিক অধিকার)

দ্রুত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে তারা এ দাবি জানান।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, প্রায় ত্রিশ বছর রাকসু নির্বাচন হচ্ছে না। কিন্তু নিয়মিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অফিসার সমিতি, সিনেট-সিন্ডিকেট নিবার্চনগুলো হচ্ছে। প্রশাসন ছাত্র সংগঠনগুলোর সঙ্গে সংলাপের নামে কাল বিলম্ব শুরু করেছে। তারা যে ধীর গতিতে সংলাপ চালাচ্ছে তাতে রাকসু নির্বাচন হবে কিনা সে প্রশ্ন জেগেছে। এ সময় তারা এ বিষয়ে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন- ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী রনজু হাসান, চারুকলা অনুষদের শিক্ষার্থী শাকিলা খাতুন, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ইসরাফিল প্রমুখ।

এর আগে শিক্ষার্থীরা ক্যাম্পাসে পদযাত্রা করেন। পদযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে গ্রন্থাগারের সামনে এসে শেষ হয়। এতে বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ওডি/আরএআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড