• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিকৃবিতে কৃষি অর্থনীতি অনুষদের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  সিকৃবি প্রতিনিধি

০৩ মার্চ ২০১৯, ২১:৪৯
র‍্যালি
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি (ছবি : সংগৃহীত)

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার (৩ মার্চ) সকাল ১১টা ৩০ মিনিটে নবনির্মিত কৃষি অর্থনীতি অনুষদের সামনে থেকে ফিতা কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালির শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মতিয়ার রহমান হাওলাদার। র‍্যালিটি নবনির্মিত কৃষি অর্থনীতি অনুষদের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয়।

এ সময় র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন- কৃষি অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. জসিম উদ্দিন আহমদ সহ অনুষদের শিক্ষক শিক্ষিকা, ছাত্র সমিতির নেতৃবৃন্দ ও অনুষদের শিক্ষার্থীরা।

র‍্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে। অনুষদের ডিন ড. জসিম উদ্দীন আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য ড. মতিয়ার রহমান হাওলাদার।

প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটছেন অতিথিরা (ছবি : সংগৃহীত)

এ সময় উপস্থিত ছিলেন- কৃষি অর্থনীতি অনুষদের শিক্ষক অধ্যাপক ড.শাহজাহান মজুমদার, অধ্যাপক ড. রোমেজা খানম, ড. মিটু চৌধুরী, ড. জীবন কৃষ্ণ সাহা। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি।

উল্লেখ্য, ২০১০ সালের ৩ মার্চ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ অনুষদ হিসেবে যাত্রা শুরু করে কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ। ইতোমধ্যে এ অনুষদ থেকে ছয়টি ব্যাচ গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড