• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৪২ °সে
  • বেটা ভার্সন
sonargao

মানারাতে ফার্মেসি ক্লাবের ক্যারিয়ার বিষয়ক সেমিনার

  এমআইইউ প্রতিনিধি

০৯ ফেব্রুয়ারি ২০২০, ২২:১৭
মানারাত বিশ্ববিদ্যালয়
ক্যারিয়ার বিষয়ক সেমিনার (ছবি : দৈনিক অধিকার)

রাজধানীর মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) ফার্মেসি ক্লাবের উদ্যোগে ‘ইন্ট্রোডাকশন টু ফারমা ক্যারিয়ার’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সেমিনার হলে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে ফার্মেসি বিভাগের প্রধান ড. নার্গিস সুলতানা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের সদস্য অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক।

এতে মূল প্রতিপাদ্য নিয়ে আলোচনা করেন জেনেটিক ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রধান নির্বাহী তাওহিদ ফেরদৌস, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের জ্যেষ্ঠ কর্মকর্তা আলিমুজ্জামান, নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেডের মানব সম্পদ বিভাগের কর্মকর্তা ইউসুফ চৌধুরী ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা মুহাম্মদ কামরুল হাসান।

আরও পড়ুন : জবির বিজনেস স্টাডিজ অনুষদের নতুন ডিন ড. মনিরুজ্জামান

সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ রাকিব আল-মামুন, সেন্টার ফর জেনারেল এডুকেশনের সহকারী অধ্যাপক মুহাম্মদ আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম, লেকচারার রিক্তা বানু, আবদুল্লাহ আল মাহমুদ প্রমুখ।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড