• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বান্দরবান বিশ্ববিদ্যালয়কে ইউনিয়ন চেয়ারম্যানদের বাস উপহার

  বান্দরবান প্রতিনিধি

১৭ নভেম্বর ২০১৯, ২১:৪৪
বান্দরবান বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়কে উপহার দেওয়া বাস (ছবি : দৈনিক অধিকার)

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের (বাবি) শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য ও লেখাপড়ার মান উন্নয়নের লক্ষে বিশ্ববিদ্যালয়কে একটি বাস উপহার দিয়েছে বান্দরবানের ৩৩ ইউনিয়নের চেয়ারম্যানরা।

রবিবার (১৭ ন‌ভেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই বাসের চাবি হস্তান্তর করেন।

বাসের চাবি হস্তান্তর শেষে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভায় উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ ইমাম আলি, রেজিস্ট্রার মো. নুরুল আবছার, সহকারী রেজিস্ট্রার টি এ এম ওমর ফারুক, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, তিং তিং ম্যা, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা নোবেল বড়ুয়া, বিশিষ্ট ব্যবসায়ী অমল কান্তি দাশ, কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানুপ্রু মার্মা, সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মার্মা, গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসীম উদ্দিনসহ বান্দরবানের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকমণ্ডলীরা।

এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে বলেন, ‘বর্তমান সরকারের আমলেই শিক্ষার মান উন্নয়ন হচ্ছে আর এই সরকারের আমলেই পার্বত্য জেলা বান্দরবানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলো।’

এ সময় তিনি আরও বলেন, ‘বান্দরবানের একমাত্র বিশ্ববিদ্যালয় স্থাপনের মধ্য দিয়ে এই এলাকার শিক্ষার্থীরা আগের চেয়ে সহজেই উচ্চ শিক্ষার স্বাদ গ্রহণ করছে, আর এই শিক্ষার্থীরা আগামী দিনে দেশের উন্নয়নে অংশ নিয়ে বাংলাদেশের নাম সারা বিশ্বে উজ্জ্বল করবে।’

এ সময় পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আরও বলেন, ‘এই বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য সবাইকে কাজ করতে হবে। জেলা ও উপজেলা পর্যায়ের সকল বিত্তবানদের এই বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গভাবে চালিয়ে যেতে সহযোগিতা করতে হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘প্রতিবছর আমরা এই বিশ্ববিদ্যালয়ে ২টি করে বিষয় সংযুক্ত করবো এবং এই বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সুনাম এক সময় পুরো দেশে ছড়িয়ে যাবে বলে আমরা আশা করছি।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড