• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

এশিয়ার মধ্যে বাংলাদেশেই কর প্রদানের হার কম 

  নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর ২০১৯, ১২:১৫
এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া
এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া (ছবি : সংগৃহীত)

করের আওতায় থাকা সবাইকে কর দেওয়ার আহ্বান জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, এশিয়ার মধ্যে বাংলাদেশেই সবচেয়ে কম মানুষ কর দেয়।

শনিবার (৩০ নভেম্বর) সকালে জাতীয় রাজস্ব বোর্ডের সামনে আয়কর দিবসের কর্মসূচির উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

মোশাররফ হোসেন বলেন, বর্তমানে আমাদের দেশে জনসংখ্যা ১৬ কোটিরও বেশি। কিন্তু এত বেশি জনসংখ্যা থাকলেও কর দেয় মাত্র এক শতাংশ মানুষ। এটি আমাদের জন্য গৌরবের নয়। তাই সরকার চায় সবাই যেন কর দেয়। যদি আমরা স্থিতিশীল উন্নয়ন চাই তাহলে অবশ্যই কর জিডিপির অনুপাত বাড়াতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- নাট্যকার ও অভিনেতা ড. ইমামুল হক, সংগীত শিল্পী কুমার বিশ্বজিৎ, নাট্যকার বৃন্দাবন দাস, চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক, ওমর সানি, চিত্রনায়িকা মৌসুমী, পপি, চঞ্চল চৌধুরীসহ বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা।

পরে এনবিআরের সামনে থেকে ঘোড়ার গাড়িতে করে একটি র‌্যালি কাকরাইল, মৎস্য ভবন, প্রেস ক্লাব, পল্টন হয়ে আবার এনবিআরের সামনে এসে মিলিত হয়। এনবিআর চেয়ারম্যানসহ এতে অংশ নেন অভিনেতা-অভিনেত্রী, নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাহিত্যিকসহ সবাই।

উল্লেখ্য, এবারের জাতীয় আয়কর দিবস-২০১৯ এর স্লোগান ‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ একই সাথে দিবসটির প্রতিপাদ্য হচ্ছে- ‘কর প্রদানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নিশ্চিত হোক রূপকল্প বাস্তবায়ন।’ রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরেও জাতীয় আয়কর দিবসের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

ওডি/এমআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড