• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ‘করোনা কার’

  আন্তর্জাতিক ডেস্ক

০৮ এপ্রিল ২০২০, ১৫:৩৩
করোনা কার
করোনা কার (ছবি : সংগৃহীত)

করোনা ভাইরাসের ব্যাপারে সচেতনতা সৃষ্টির জন্য ভারতের হায়দরাবাদের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে একটি গাড়ি। সেই গাড়িটি সাজানো হয়েছে করোনা ভাইরাসের মত করে।

জানা গেছে, গাড়িটি ডিজাইন করেছেন বাহাদুরপুরের সুধা কারস মিউজিয়ামের কানায়াবয়না সুধাকর। করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে যাওয়া ঠেকাতে হয়দরাবাদের মানুষজনকে সচেতন করার জন্য তিনি এ ধরনের পদক্ষেপ নেন।

কানায়াবয়না সুধাকর বলেন, করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে যাচ্ছে। করোনাভাইরাসের প্রতীকী ছবির আদলে গাড়িটি ডিজাইন করেছি। যাতে করে মানুষের নজরে দ্রুত আসে, সেজন্য এটি করেছি। মানুষজনকে শারীরিকভাবে (হিউম্যান ডিসটেন্স) দূরত্ব বজায় রাখার ব্যাপারে উৎসাহ যোগাতে এবং সচেতনতা তৈরির জন্যই এই প্রচেষ্টা।

তিনি আরো বলেন, জনসচেতনতা সৃষ্টির জন্য সরকার কিংবা পুলিশ প্রশাসন চাইলে আমার এই গাড়িটি দিয়ে সহায়তা করবো। তার পরেও মানুষ যেন সচেতন হয়।

ওডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড