• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

শক্তিশালী ইংল্যান্ডকে হারাতে কেমন একাদশ হবে দ. আফ্রিকার?

  ক্রীড়া ডেস্ক

৩০ মে ২০১৯, ১৪:২১
হাশিম আমলা
হাশিম আমলা (ছবি : সংগৃহীত)

বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট দল ইংল্যান্ড; উদ্বোধনী ম্যাচে তারা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে দক্ষিণ আফ্রিকাকে। শেষ ২০১৫ বিশ্বকাপের পর দুদলের দলীয় পারফরম্যান্স দেখলে অনায়াসে বলা যায় জয়ের লক্ষ্য আজ এগিয়ে থাকবে ইংলিশরা।

লন্ডনের কেনিংটন ওভালে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দুদল। বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হবে। সরাসরি দেখা যাবে মাছরাঙা, গাজী টিভি ও স্টার স্পোর্টস-১ এ।

শক্তিশালী ইংল্যান্ডকে হারাতে হলে আফ্রিকার ব্যাট বল দুটোই কথা বলতে হবে। যদিও প্রোটিয়াদের শিবিরে ম্যাচের আগে এসেছে দুঃসংবাদ। দলের তারকা পেস বলার ডেল স্টেইনকে পাচ্ছে না তারা। এছাড়া নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষেও তার খেলা নিয়ে রয়েছে শঙ্কা। তবে এই ম্যাচে বোলিংয়ে সবার নজর থাকবে কাগিসো রাবাদার দিকে।

কাগজে-কলমে এবং নিজেদের কন্ডিশনের কারণে ইংল্যান্ড থাকবে অনেকটা এগিয়ে। তবে ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করাই যায়। বিশ্বকাপের ইতিহাসে আজকের ম্যাচের আগে পর্যন্ত ইংলিশরা আফ্রিকার সঙ্গে খেলেছে ৬ বার। যেখানে দুদলেরই জয় সমান।

ইংল্যান্ড একাদশ (সম্ভাব্য) :

জেসন রয়, জনি বেয়ারস্টো, ইউইন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), মঈন আলী, ক্রিস ওকস, জোফরা আর্চার, আদিল রশিদ, লিয়াম প্লাঙ্কেট।

দক্ষিণ আফ্রিকা একাদশ (সম্ভাব্য) :

হাশিম আমলা, কুইন্টন ডি কক, ফ্যাফ ডু প্লেসিস (অধিনায়ক), রাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, জেপি ডুমিনি, আন্দিল ফেলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, ইমরান তাহির।

সূত্র: ক্রিকট্র্যাকার

ওডি/এএপি