• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

খেলা শুরু না হতেই বৃষ্টির বাধা

  ক্রীড়া ডেস্ক

২৮ মে ২০১৯, ১৫:৪৪
ক্রিকেট বিশ্বকাপ-২০১৯
ছবি : সংগৃহীত

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন টাইগার কাপ্তান মাশরাফি বিন মর্তুজা।

ভারত স্কোর : ৪/০ (০.২ ওভার)

খেলা শুরুর পর পরই বৃষ্টির বাধা

বৃষ্টির বাধায় ১০ মিনিট দেরিতে খেলা শুরু হয়েছে। নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নেমেছিল কার্ডিফে। স্থানীয় সময় ১০টা ৪০ মিনিটে খেলা শুরু হয়। তবে মাঠে নামতে নামতেই আবারও শুরু হয় বৃষ্টি। মাত্র ২ বল না খেলতেই বৃষ্টি বাগড়ায় পড়ে ম্যাচ।

টস জিতে কোহলিদের ব্যাটিংয়ে পাঠালেন মাশরাফি

কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার (২৮ মে) ভারতের বিপক্ষে বোলিং করবে টাইগাররা। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, স্টার স্পোর্টস ১ ও স্টার স্পোর্টস ১ এইচডি।

প্রস্তুতি ম্যাচ হলেও জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায় বাংলাদেশ। অন্যদিকে, ভারত নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে হেরে গিয়েছিল গত বিশ্বকাপ রানার্সআপ নিউজিল্যান্ডের কাছে। তাদের জন্যও তাই এ ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ দল:

পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে বাতিল হওায়তে বাংলাদেশ দল সুযোগ দিচ্ছে স্কোয়াডের সব ক্রিকেটারকে।

মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, আবু জায়েদ রাহী, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত।

ওডি/এএপি