• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা, ঠাঁই পেলেন আর্চার

  ক্রীড়া ডেস্ক

২১ মে ২০১৯, ১৫:৩৯
জোফরা আর্চার
জোফরা আর্চার (ছবি : আইসিসি টুইটার)

বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের প্রাথমিক দল ঘোষণার পর চূড়ান্ত স্কোয়াডে ক্যারিবিয়ান বংশোদ্ভূত ক্রিকেটার জোফরা আর্চারের জায়গা না পাওয়া নিয়ে শুরু হয়েছিল জল্পনা-কল্পনা। প্রাথমিক দলে কেন রাখা হয়নি তাকে এই নিয়ে সমালোচনার ঝড় বইলেও শেষ পর্যন্ত ২৪ বছর বয়সী এই বোলিং অলরাউন্ডারকে যোগ করেই ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ম্যালাহাইডে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে ইংল্যান্ডের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল আর্চারের। অভিষেকে ৮ ওভারে ৪০ রান দিয়ে ১ উইকেট শিকার করেন তিনি। এরপর সদ্য শেষ হওয়া পাকিস্তানের বিপক্ষেও দুর্দান্ত বোলিং করেছেন। প্রথম ওয়ানডেতে ৪ ওভার বোলিং করে মাত্র ৬ রানের বিনিময়ে ১ উইকেট শিকার করেন তিনি। এখন পর্যন্ত ইংলিশদের হয়ে ৩টি ওয়ানডে ম্যাচ খেলে ১০৮ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন তিনি।

তবে আর্চারকে জায়গা দিতে গিয়ে নির্বাচকরা ডেভিড উইলিকে বাদ দিয়েছেন। অন্যদিকে, ডোপ টেস্টে ইতিবাচক প্রমাণিত হয়ে ছিটকে পড়া অ্যালেক্স হেলসের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন জামেস ভিন্স। আগের স্কোয়াডে থাকা ডেভিড উইলির জায়গায় ফিরেছেন সাইড স্ট্রেইনের ইনজুরি কাটিয়ে ফেরা পেসার লিয়াম ডওসন।

বিশ্বকাপের ইংল্যান্ড প্রাথমিক দল :

ইউইন মরগান (অধিনায়ক), মঈন আলী, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কারান, লিয়াম প্লাঙ্কেট, লিয়াম ডওসন, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, লিয়াম ডওসন, ক্রিস ওকস, মার্ক উড।

ওডি/এএপি