• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

'সেঞ্চুরির কাছে গেলে হবে না, করে দেখাতে হবে'

  ক্রীড়া প্রতিবেদক

২০ মে ২০১৯, ১২:৩৯
সাইমন হেলমট
বিসিবি'র হাই পারফরম্যান্স দলের প্রধান কোচ সাইমন হেলমট (ছবি : সংগৃহীত)

নিয়মিত ক্লাস করলেই ভালো ছাত্র হওয়া যায়না, ভালো ফলাফলের বিবেচনায় সেরা ছাত্র নির্ধারণ করা হয়। ঠিক তেমনি ম্যাচে সেঞ্চুরির কাছে গিয়ে আউট হলেই যেমন সাফল্য ধরা হয়না, তেমনি আবার সেঞ্চুরি করলেই সফলতা ধরা হয়ে থাকে। বাংলাদেশি ব্যাটসম্যানদের এমনই হাল যে সেঞ্চুরির কাছে গিয়েই আউট হয়ে যান। এমন নজির সম্প্রতি ম্যাচগুলোতে চোখ বুলালেই দেখা যায়। পৃথক কোনো দলের বিপক্ষে এভাবে খেললে হয়তো সাফল্য পাওয়া যায় তবে বিশ্বকাপ সাধারণ কিছু নয়। ব্যাটসম্যানরা সেঞ্চুরির কাছে গিয়ে ফিরে আসলে দলের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। ব্যাটসম্যানদের ভালো করার পাশাপাশি সেঞ্চুরিও করতে হবে- টাইগার্সদের পরামর্শ দিতে গিয়ে বিসিবি'র হাই পারফরম্যান্স দলের প্রধান কোচ সাইমন হেলমট বলেছেন, 'বিশ্বকাপে ভালো করতে হলে ব্যাটসম্যানদের সেঞ্চুরি করতে হবে; সেঞ্চুরির কাছে গিয়ে আউট হওয়া যাবে না।'

আর মাত্র ৯ দিন পরেই ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে জমজমাট ক্রিকেট বিশ্বকাপ। এবারের আসরে বাংলাদেশ দল যাচ্ছে নিজেদের ইতিহাসে সেরা ব্যাটসম্যান-বোলারদের নিয়ে। দলের মধ্যে অভিজ্ঞ অনেক ব্যাটসম্যান রয়েছে যারা চাইলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারবেন। তবে আর যাই হোক বিশ্বকাপে ভালো কিছু করে দেখাতে হলে, ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে খেলতে হবে এবং সেঞ্চুরিও করতে হবে। তাহলেই হয়তো বড় দলের বিপক্ষে জয় পাওয়া সম্ভব হবে।

রবিবার (১৯ মে) বিসিবি'র একাডেমি মাঠে সাইমন হেলমট বিশ্বকাপে টাইগার ব্যাটসম্যানদের পরামর্শ দিতে গিয়ে বলেন, 'আমি মনে করি, বিশ্বকাপে ভালো সাফল্য পেতে হলে ব্যাটসম্যানদের সেঞ্চুরি করতে হবে সেই সঙ্গে বড় পার্টনারশিপও। এছাড়া ব্যক্তিগতভাবে ব্যাটারদের বড় স্কোর করতে হবে যা দলের জন্য সহায়ক হয় এবং যে কোনো দলকে মোকাবিলা করা যায়। সন্দেহ নেই ব্যাটসম্যানদের থেকে এমনটি আমরা আসা করি।'

তবে ব্যাটসম্যানদেরই যে গুরু দায়িত্ব নিতে হবে এমনটি নয়। বিশ্বকাপে সাফল্য পেতে হবে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে সবাইকে সবার জায়গা থেকে অবদান রাখতে হবে। সবার সম্মলিত প্রচেষ্টায় বড় সাফল্য আসা করা যায়। বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে হেলমট বলেন, 'শুধুমাত্র ব্যাটসম্যানদের বড় স্কোর বা পার্টনারশিপই সাফল্যর জন্য যথেষ্ট নয়, বোলিং-ফিল্ডিংও ভালো হতে হবে; ভালো কেন বেস্ট কিছু করে দেখাতে হবে। যে কোনো দলের বিপক্ষে বোলারদের দুর্দান্ত বোলিং ও ফিল্ডারদের চোখ ধাঁধানো ফিল্ডিং থাকতে হবে।'

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শেষে বাংলাদেশ দলের ১৩ জন সদস্য এখন ইংল্যান্ডে আছে। প্রথমবারের মতো ত্রিদেশীয় সিরিজ জিতে বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিয়েছে টাইগাররা। আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা দলটিকে নিয়ে এবারের বিশ্বকাপে ভালো কিছুর প্রত্যাশা সব মহলেরই।

ওডি/এএপি