• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বালু উত্তোলনকারী ড্রেজার জব্দ, দেড় লাখ টাকা জরিমানা

  খালিয়াজুরী প্রতিনিধি, নেত্রকোণা

০১ অক্টোবর ২০১৯, ২২:০০
ভ্রাম্যমাণ আদালত
ভ্রাম্যমাণ আদালত (ছবি : দৈনিক অধিকার)

নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলার ধনু নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত নয়টি ড্রেজার মেশিন, দুইটি বড় নৌকা জব্দ, ও দেড় লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে খালিয়াজুরী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট মৌজার চরপাড়া এলাকায় চলতি ধনু নদীর বাঁকে অবৈধভাবে বালু উত্তোলনকারী ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছিল। কিন্তু সেখানে ড্রেজার মালিককে না পেয়ে ভ্রাম্যমাণ আদালতের হাকিম বালু উত্তোলনে ব্যবহৃত নয়টি মেশিন, ২৩টি পাইপ ও দুইটি বড় নৌকা জব্দ করে ভূমি অফিসে নিয়ে যায়।

এ সময় ড্রেজার মেশিনের পরিচালক আল মামুনকে আটক করা হয়। আল মামুন মদন উপজেলার আব্দুল জলিলের ছেলে।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন যাবত প্রভাবশালী মহালের ছত্রছায়ায় এই চক্রটি ধনু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।

পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে ওই দিন রাত ১১টায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা-২০১০ মোতাবেক অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড