• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

মিলে ওড়না পেঁচিয়ে নারী শ্রমিকের মৃত্যু

  মেহেরপুর প্রতিনিধি

২৯ জুলাই ২০১৯, ১৫:১৯
মৃত্যু
ছবি : প্রতীকী

মেহেরপুরের বিসিক শিল্প নগরীর একটি তুলা কারখানায় গলায় ওড়না পেঁচিয়ে দিপা খাতুন (৩৫) নামের এক নারী শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দিপা খাতুন শহরের ফৌজদারী পাড়ার আব্দুল হামিদের স্ত্রী। তারা দীর্ঘদিন ধরে মিয়াপাড়ায় ভাড়া বাড়িতে বসবাস করে আসছিলেন।

তুলা কারখানার অন্যান্য শ্রমিকরা জানান, সোমবার তুলার কারাখানায় কাজ করার সময় মেশিনে দিপার ওড়ানা জড়িয়ে যায়। এ সময় তিনি ওড়ানা টেনে নিতে গেলে গলার সঙ্গে পেঁচিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মেহেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দিপা খাতুন শহরের মিয়াপাড়ায় দীর্ঘদিন ধরে স্বামী সন্তান নিয়ে ভাড়া বাসায় বাস করে আসছেন। তার একটি পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়েও রয়েছে।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড