• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘বন্দুকযুদ্ধের’ সময় পদ্মায় ডুবে মাদক কারবারির মৃত্যু

  রাজশাহী প্রতিনিধি

১৬ জুলাই ২০১৯, ০৮:৫৯
বন্দুকযুদ্ধ
ছবি : প্রতীকী

রাজশাহীতে পদ্মার পাড়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের সময় পানিতে ডুবে মো. আমিন (৩৫) নামে এক মাদক কারবারির মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুলাই) গভির রাতে কাশিয়াডাঙ্গা থানা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আমিন কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর গ্রামের মোহন লালের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

আরএমপির মুখ্যপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, সোমবার মধ্যরাত আনুমানিক তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কাশিয়াডাঙ্গা থানা এলাকার পদ্মা নদীর ধারে ৫ নম্বর আই বাঁধের কাছে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আগে থেকে ওঁৎ পেতে থাকা মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে নদীতে ডুবে থাকা একজনকে উদ্ধার করে দ্রুত রামেব হাসপাতালে পাঠানো হয়। সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণ করে। পরে তার পরিচয় নিশ্চিত হয় পুলিশ।

নদীতে ডুবে মারা যাওয়া আমিন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬টিরও বেশি মাদক মামলা রয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি শাটার গান, দুই রাউন্ড গুলি ও ৭৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। মাদক কারবারিদের হামলায় তিনজন পুলিশসদস্য আহত হয়েছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড