• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাঙ্গামাটিতে ২ লাখ টাকার জাল নোটসহ আটক ২

  রাঙ্গামাটি প্রতিনিধি

১৩ ডিসেম্বর ২০১৮, ১৯:০৭
আটক
জালটাকা নিয়ে আটক মিলন কান্তি দাশ ও নজরুল ইসলাম (ছবি : দৈনিক অধিকার)

রাঙ্গামাটিতে অভিযান চালিয়ে ১ লাখ ৯৭ হাজার টাকার জালনোটসহ মো. নজরুল ইসলাম (৪২) ও মিলন কান্তি দাশ (৪৬) নামে ২ জন ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী। বুধবার (১২ ডিসেম্বর) রাতে শহরের রাজবাড়ি সমিল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মামলার বাদী কোতয়ালী থানার উপ পরিদর্শক এস আই মহির খাঁন বলেন, এই ২ জন দীর্ঘ দিন ধরে জালটাকা সরবরাহ করে আসছে। তারা দীর্ঘ দিন সক্রিয় ভাবে জালটাকার লেনদেন করে আসছিল। আজ তারা হাতেনাতে ধরা পড়েছে। উদ্ধারকৃত সবগুলো টাকা ১ হাজারি নোট ছিল।

আটক মিলন কান্তি দাশ পুলিশকে জানান, বরকল উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকার জৈনক সুবল চাকমা ওরফে শুভ চাকমা নামরে এক যুবক এই টাকাগুলো রাঙ্গামাটি শহরে নিয়ে আসে। এ সব টাকা রির্জাভ বাজার পুরানবস্তি বাসিন্দা জৈনক নুরুল আলম ওরফে আলমকে পৌঁছে এ জাল টাকা গুলো মিলন ও নজরুলকে দেওয়া হয়েছিল। এই টাকাগুলো আলমকে পৌঁছে দেওয়া হলে ২০ হাজার টাকা কমিশন পাবে।

কোতয়ালী থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, জালটাকা রাখার দায়ে ১৯৪৭ সালের বিশেষ ক্ষমতা বলে ধারা ২৫ এ/ডি মোতাবেক মামলা রজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। তবে তারা অনেক দিন ধরে জালটাকার ব্যবসার সঙ্গে জড়িত আছে বলে স্বীকার করেছেন। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুরে ২ আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড