• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিংগাইরে একদিনের ব্যবধানে ২ বাজারে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষতি

  মিলন মাহমুদ, সিংগাইর (মানিকগঞ্জ):

১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫৭
অগ্নিকান্ড

মানিকগঞ্জের সিংগাইরে একদিনের ব্যবধানে দুই বাজারে অগ্নিকান্ডের ঘটনায় কোটি টাকার ব্যাপক ক্ষতি হয়েছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের চক চালতাপাড়া খেজুর তলা ও বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) দিবাগত রাত ২ টার দিকে শায়েস্তা ইউনিয়নের শাহরাইল বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সরজমিনে দেখা যায়, উপজেলার চালতাপাড়া এলাকায় গভীর রাতে মজিবর রহমানের মিনি মার্কেটের চাউল, গম, ভূট্টা ভাঙ্গানো মেশিন, সেলিমের মুদি দোকান, ইসমতারার বিউটি পার্লার ও স্থানীয়দের পাঁচটি হ্যালোবাইক আগুনে পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবী স্থাপনা ও মালামালসহ তাদের প্রায় ৪০ লাখ টাকার ক্ষতিসাধিত হয়েছে।

স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে ওই মার্কেট থেকে হঠাৎ আগুনের শিখা দেখতে পান। পরে তা মুহূর্তে আশপাশের ৪টি প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সিংগাইর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৫টি অটোরিকশা ও নগদ টাকাসহ পুড়ে যায় ওই চার ব্যবসা প্রতিষ্ঠানের সকল মালামাল।

সিংগাইর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইশতিয়াক আহমেদ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।

অপরদিকে গত বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার শায়েস্তা ইউনিয়নের সাহরাইল বাজারে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় আগুন নিভানো গেলেও আগেই ছাই হয়ে যায় পোল্ট্রি মুরগির দোকান, সরিষার ঘানি, মুদি দোকান, মসলার দোকানসহ ১২ টি দোকান।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন- পবন, মিস্টার, কালাম, মগর আলী, আনোয়ার হোসেন, আজিজুল হক, মালেক, সাকিল, পুলাপ শাহ, চান গোপাল, ডা. সিদ্দিক, কুদ্দুস।

এ ব্যাপারে উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ ইসতিয়াক আহমেদ জানান, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে প্রায় ৫০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি সাধিত হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসু, সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) আব্দুলাহ আল ইমরান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়ারুল ইসলাম, উপজেলা প্রকল্প অফিসার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদুল ইসলামসহ অনেকেই অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড