• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

শাস্তির রায় শুনে হাত উঠিয়ে 'ভি' চিহ্ন দেখালো মাদকসেবনকারী

  নেহাল আহম্মেদ প্রান্ত, আদমদীঘি (বগুড়া)

১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫৯
মাদকসেবনকারী

বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের অপরাধে পাঁচ মাদকসেবিকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ এই রায় প্রদান করেন।

বৃহস্পতিবার সকাল থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের সদস্যরা সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে গাঁজা সেবনের সময় পাঁচ মাদকসেবিকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড দেন। আর রায় শুনে ভাইরাল হওয়ার জন্য ছবি উঠানোর সময় ছাব্বির হোসেন আকাশ নামের এক মাদক সেবনকারী হাত উঠিয়ে বিজয় চিহ্ন দেখায়।

এই চিহ্ন অর্থ কোন কিছু জেতার আনন্দে, আংগুলের তর্জনী ও মধ্যমা দিয়ে চিহ্ন দেখানো হয়। বোঝানো হয় খুব আনন্দে হচ্ছে বিজয় লাভ করার জন্য।

দন্ড প্রাপ্তরা হলেন, উপজেলার সান্তাহার পৌর শহরের সাতাহার এলাকার আব্দুল কালাম চানের ছেলে ছাব্বির হোসেন আকাশ (২২), চা-বাগান নিউ কলোনী এলাকার নাজির আহম্মেদ মুকুলের ছেলে মুশফিকুর রহমান (২৬), একই এলাকার মৃত ইয়াছিন আলীর ছেলে রতন হোসেন (৩৫), দোগাছি মধ্য পাড়া এলাকার আজিজার রহমানের ছেলে পারভেজ হোসেন (২০) ও একই এলাকার আবুল কালাম আজাদের ছেলে মেজবা সালেহীন রিদাত (২২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের উপ-পরিদর্শক শামিমা আক্তার জানান, উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পাঁচ মাদকসেবিকে আটক করা হয়েছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক পাঁচ জনকেই ৫০ টাকা জরিমানা ও ছাব্বির হোসেন আকাশ , মুশফিকুর রহমান এবং মেজবা সালেহীন রিদাতকে তিন মাস, রতন হোসেনকে দুই মাস ও পারভেজ হোসেনকে চারদিনের কারাদন্ড প্রদান করে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড