• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

অবৈধ অনুপ্রবেশের মামলায় সাজা শেষে নেপালী নাগরিকের মুক্তি

  মোহাম্মদ আবদুর রহিম, স্টাফ রিপোর্টার, বান্দরবান

১২ ডিসেম্বর ২০২৩, ১৮:০৭
অবৈধ অনুপ্রবেশ

অবৈধ অনুপ্রবেশের অপরাধে অম্বর থাপা বুড়া (২৪) নামের এক নেপালী নাগরিককে বান্দরবান জেলা কারাগার থেকে সাজার মেয়াদ শেষে নেপালের দূতাবাসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার সকালে নেপাল দূতাবাসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন বান্দরবান জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত উল ফরহাদ। কারামুক্ত আম্বর থাপা নেপালের কর্ণালী প্রদেশের জাজারকোট জেলার গোঘী গ্রামের দর্জিত বুড়ার ছেলে।

কারাগার সূত্রে জানা গেছে, আম্বর থাপা বুড়া নামে ওই নেপালী নাগরিককে চলতি বছরের (২৭ মার্চ) পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের চাকঢালা (বিওপি) নীমান্ত এলাকার ৪৪ নম্বর পিলারের আনুমানিক এক কিলোমিটার পশ্চিমে এবং চাকঢালা (বিওপি) হইতে আড়াই কিলোমিটার দক্ষিণ-পূর্বদিকে বাংলাদেশের অভ্যান্তর হতে আটক করে নাইক্ষ্যংছড়ি থানা পুরিশের কাছে সোপর্দ করেন বিজিবি। পরে অবৈধ অনুপ্রবেশের অপরাধে চার মাস বিনাশ্রম কারাদন্ড ও ৫হাজার টাকা অর্থদন্ডের রায় দেন আদালত। পরে আম্বার থাপা বুড়াকে কারাভোগের পর স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষায় মুক্তিপ্রাপ্ত বন্দি হিসেবে বান্দরবান জেলা কারাগারে বন্দি ছিলেন।

এ বিষয়ে বান্দরবান জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত উল ফরহাদ জানান, অবৈধ অনুপ্রবেশের অপরাধে কারাভোগের পর অম্বর থাপা বুড়া (২৪) নামের নেপালী নাগরিকের সাজা শেষ হওয়ায় নেপাল দূতাবাসের সেক্রেটারি ইয়োজানা বামজান এবং রাষ্ট্রদূতের সচিব রিয়া সেট্রির হাতে হস্তান্তর করা হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড