• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিখোঁজের পর পাহাড়ের চূড়া থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

  আবিদ মাহমুদ, রাউজান (চট্টগ্রাম):

১২ ডিসেম্বর ২০২৩, ১৭:৪০
ঝুলন্ত মরদেহ

চট্টগ্রামের রাউজানে নিখোঁজের ২৬ঘন্টা পর মোহাম্মদ হাসান চৌধুরী (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রাউজান সদর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের রাবার বাগানের একশিয়ার ব্লক মুক্তির আলো প্রজেক্টের পূর্ব পাশ থেকে পাহাড়ের চূড়ায় গহীন অরণ্যে রাবার গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

হাসান রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের আলম বাড়ির প্রয়াত আবুল খায়ের চৌধুরীর ছেলে ও দুই ছেলেসহ তিন সন্তানের জনক। এর আগে গত সোমবার সকাল ১১টায় ব্যাংকে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়। দুপুরের পর থেকে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যসহ স্বজনেরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখোঁজি করেও সন্ধান পায়নি। মঙ্গলবার সকাল ১১টার দিকে হৃদয় ওরফে রাজা নামে রাবার বাগানের এক শ্রমিক রাবারের কস সংগ্রহ করতে গিয়ে দেখতে গিয়ে সুপারভাইজারকে খবর দেয়। সুপারভাইজার পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এদিকে ঝুলন্ত লাশ পাওয়ার পাওয়ার সংবাদ স্বজনেরা সেখানে গিয়ে ঝুলন্ত লাশটি হাসান চৌধুরীর বলে শনাক্ত করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছি। শরীরে কোথাও আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে। তারপরও ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেল মৃত্যুর কারণ জানা যাবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড