• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বীর মুক্তিযোদ্ধা ডা: আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদা দাফন

  মিলন মাহমুদ, সিংগাইর (মানিকগঞ্জ):

০৪ অক্টোবর ২০২৩, ১৬:৪৯
জাতীয় পার্টি

মানিকগঞ্জ জেলা জাতীয় পার্টির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সিংগাইর উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডাঃ আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বীর মুক্তিযোদ্ধা ডাঃ আবুল কালাম আজাদ(৭২) বুধবার সকাল সাড়ে ৯টায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার(৩ সেপ্টেম্বর) বাদ আছর মাধবপুর-মানিকনগর কেন্দ্রীয় কবরস্থান মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আব্দুল কাইয়ূম খান। এসময় শান্তিপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ খালিদ মনসুর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাশারসহ আইনশৃংখলা বাহিনী সম্মান প্রদর্শন করেন।

জাতীয় পার্টির সাবেক এমপি ও শিক্ষা প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু, জামির্ত্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, সুজন মেটাল ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী তমিজ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ শামসুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আবুল বাশার, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সালাউদ্দিন খোকা, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি মিলন মাহমুদ, জয়মন্টপ ইউনিয়ন যুব সংহতির সভাপতি ওয়াসিম আকরামসহ সিংগাইর উপজেলা জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ দলমত নির্বিশেষে সহস্রাধিক মুসলমান জানাজায় অংশ নেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড