• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ধামরাইয়ে দুইদিনে দুই লাশ উদ্ধার 

  মো: মনোয়ার হোসেন রুবেল, ধামরাই (ঢাকা)

২০ সেপ্টেম্বর ২০২৩, ১৬:১০
লাশ

ঢাকার ধামরাইয়ে দুইদিনে দুই মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। আজ বুধবার (২০ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার নান্নার ইউনিয়নের কালিদাসপট্রি ব্রিজের পূর্বপাশে নদীতে ভাসমান অবস্থায় এক ক্ষত-বিক্ষত অজ্ঞাত যুবকের (৫০) লাশ উদ্ধার করে থানা পুলিশ। তবে প্রাথমিকভাবে অজ্ঞাত যুবকের পরিচয় পাওয়া যায়নি

অপরদিকে, গতকাল (১৯ সেপ্টেম্বর) সকালে করিম টেক্সটাইল লিমিটেড কারখানার ভিতর থেকে অনিক মিয়া (১৯) নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। অনিক মিয়া করিম টেক্সটাইল কারখানায় রিং অপারেটর হিসেবে কর্মরত ছিল। সে অনিক নেত্রকোনা জেলার কুমারপাড়া গ্রামের মো: সাইফুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, উপজেলার নান্নার ইউনিয়নের কালিদাসপট্রি ব্রিজের পূর্বপাশে নদীতে ভাসমান অবস্থায় এক ক্ষত-বিক্ষত অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে লাশের পরিচয় পাওয়া যায়নি।

অপরদিকে পুলিশ যায়, অনিক কারখানার ভিতর ডর্মেটরিতে থাকেন। গতকাল সোমবার দিনগত রাতে অনিককে ডর্মেটরিতে না পেয়ে তার সাথে থাকা সহকর্মীরা রাতে অনেক খোজাখুজি করে। পরে সকালে কারখানার ভিতর ডর্মেটরির পিছনে মেশিনের সাথে অনিকের ঝুলন্ত লাশ দেখতে পায় কারখানা কর্তৃপক্ষ। বিষয়টি পুলিশকে জানালে সকাল ১১ টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এস আই) রাসেল ফকির জানান, স্থানীয়রা নান্নার ইউনিয়নের কালিদাসপট্রি ব্রিজের পূর্বপাশে নদীতে ভাসমান লাশ দেখে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করি। তবে নিহত ব্যক্তির কোন নাম পরিচয় পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য লাশটি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। তবে এটি হত্যা না আত্মহত্যা তদন্তের রিপোর্ট পেলেই বলা যাবে।

অন্য দিকে ধামরাই থানার উপ- পরিদর্শক শিমুল বিশ্বাস বলেন, খবর পেয়ে করিম টেক্সটাইল লিমিটেড কারখানার ভিতর থেকে অনিক মিয়া নামে এক শ্রমিকের মরহেদ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে মামলার ধামরাই থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড