• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৪২ °সে
  • বেটা ভার্সন
sonargao

মানবতা বিরোধী অপরাধে বৃদ্ধ গ্রেফতার 

  শফিয়েল আলম সুমন, ময়মনসিংহ

১৮ আগস্ট ২০২৩, ১৩:২৯
মানবতা বিরোধী অপরাধে বৃদ্ধ গ্রেফতার 
গ্রেফতারকৃত আসামি (ছবি : অধিকার)

ময়মনসিংহের ফুলপুরে মানবতা বিরোধী অপরাধের ঘটনায় মো. নুরুল ইসলাম ওরফে নূরুকে (৭৬) গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামি মো. নুরুল ইসলাম ওরফে নূরু ফুলপুর উপজেলার গায়রা গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।

বুধবার (১৬ আগস্ট) দিবাগত মধ্যরাতে জেলার হালুয়াঘাট উপজেলার মাজরা কোড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করে বলেন, ২০২২ সালে মো. নুরুল ইসলাম ওরফে নূরুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন, ধর্মান্তরিত, লুণ্ঠনসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়।

তিনি আরও বলেন, ওই মামলায় তার বিরুদ্ধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপর থেকে মো. নুরুল ইসলাম ওরফে নূরু ঢাকা ও বিভিন্ন এলাকায় পলাতক ছিল। গত তিন দিন পূর্বে মো. নুরুল ইসলাম ওরফে নূরু হালুয়াঘাটের আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। সেখান থেকে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ফুলপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

ওসি আরও বলেন, গ্রেফতার মো. নুরুল ইসলাম ওরফে নূরুকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড