• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাতীয় শোক দিবস উপলক্ষে গ্রামীণ ব্যাংক গাংগুটিয়া ধামরাই শাখার বৃক্ষরোপণ কর্মসূচি

  সারাদেশ ডেস্ক

১৫ আগস্ট ২০২৩, ২২:৩৪
বৃক্ষরোপণ কর্মসূচি
বৃক্ষরোপণ কর্মসূচি

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয়ের ঘোষিত কর্মসূচী সারা দেশ ব্যাপী ৩ কোটি গাছের চারা বিতরণ বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে গ্রামীন ব্যাংক। এরই অংশ হিসেবে মঙ্গলবার (১৫ আগষ্ট) মানিকগঞ্জের গাংগুটিয়া ধামরাই শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

"গাছে গাছে ভরবো দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ" এই স্লোগানকে সামনে রেখে গাংগুটিয়া ধামরাই শাখার ৩৮ টি কেন্দ্রের সদস্যদের মাঝে বিনামূল্যে বারমাসি আম, জাম, কাঁঠাল, আমড়া, বেল, অর্জুন, আমলকী, নিম, মেহগনি ছাড়াও ২০ প্রজাতির চারা বিতরণ করা হয়।

মানিকগঞ্জ যোনের সাটুরিয়ার এরিয়া ম্যানেজার খোকন চন্দ্র বণিক উপস্থিত সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার মোঃ নাজমুল করিম, গাংগুটিয়া ধামরাই শাখার শাখা ব্যবস্থাপক লাইজু ইসলাম লিয়া এবং শাখার সকল সহকর্মীবৃন্দ।

মানিকগঞ্জ যোন এর যোনাল ম্যানেজার জনাব মোঃ শামসুল আলম এর পৃষ্টপোষকতায় এ কর্মসূচি পালন করা হয়।

সদস্যরা জানান, গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ফলজ, বনজ ও ওষধি গাছের চারা পেয়ে তারা খুশি। এতে তাদের গাছের চারা রোপণে আগ্রহ বাড়বে। বাড়িতে ভরে উঠবে ফলদ, বনজ ও ওষুধি গাছে।

উল্লেখ্য যে,সাটুরিয়া এরিয়ার ১০ টি শাখায় চারা বিতরণ কর্মসূচির অংশ হিসেবে উক্ত শাখাসমূহের সদস্য ও শাখা কর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্মিলিত অংশগ্রহণে এলাকার বিভিন্ন পাবলিক প্রতিষ্ঠান (মসজিদ,মাদ্রাসা, ভূমি অফিস ও পোস্ট অফিসের উপযুক্ত স্থানে) বনজ, ফলজ ও ঔষধী গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড