• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৪২ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে জেলা প্রশাসকের মতবিনিময় 

  এমদাদুল হক লালন, বকশীগঞ্জ (জামালপুর)

০৬ আগস্ট ২০২৩, ১৫:৩৮
জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে জেলা প্রশাসকের মতবিনিময় 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে গুরুত্বারোপ করেছেন জামালপুরের নবাগত জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ। আজ রবিবার (৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ আরও বলেন, সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে দৃঢ় প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন। জেলা প্রশাসন সকলের সহযোগিতা নিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। তাই তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সেই সাথে বকশীগঞ্জ উপজেলাকে মডেল উপজেলা হিসেবে উন্নীত করণ ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকলের সহযোগিতা চান জেলা প্রশাসক।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুৎফুন নাহারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন স্মৃতি, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমিন, মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, সিনিয়র সাংবাদিক সরকার আব্দুর রাজ্জাক।

উল্লেখ্য, মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে সমতলে বসবাসকৃত ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জীবন মান উন্নয়নে জন্য ৪০ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক ইমরান আহম্মেদ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড