• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাদকের তথ্য ফাঁস করায় উলঙ্গ করে নির্যাতন 

তিন দিনেও গ্রেফতার হয় কেউ

  সুমন খান, লালমনিরহাট

৩০ জুলাই ২০২৩, ১৪:২৯
মাদকের তথ্য ফাঁস করায় উলঙ্গ করে নির্যাতন 

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লতাবর গ্রামে মাদকের কারবারকে কেন্দ্র করে সুমন মিয়া নামে এক যুবককে উলঙ্গ করে নির্যাতনের অভিযোগ উঠেছে একই এলাকার লিমন মিয়া ও মিলন মিয়া নামে দুই যুবকের বিরুদ্ধে।

এ ঘটনায় স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করলেও তিন দিনেও ঘটনার সাথে জড়িতদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। নির্যাতনের ওই ভিডিয়ো ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

প্রাপ্ত অভিযোগ ও ভিডিয়োতে দেখা যায়, ওই এলাকার লুৎফর রহমানের পুত্র সুমন মিয়া একই এলাকার জমসের আলীর পুত্র মিলন মিয়া ও এন্তাজ আলীর পুত্র লিমন মিয়ার সাথে ভারতীয় চোরাচালানসহ মাদক ব্যবসা করত। বেশকিছু ধরে এ ব্যবসা নিয়ে সুমন মিয়ার সাথে মিলন মিয়া ও লিমন মিয়া বিরোধ চলছে। সেই বিরোধের জের ধরে গত ২৫ জুলাই রাতে সুমন মিয়াকে আটক করে নির্যাতন করেন লিমন মিয়া ও মিলন মিয়াসহ তাদের লোকজন।

নির্যাতনের এক পর্যায়ে তারা সুমন মিয়াকে তারা উলঙ্গ করে নির্যাতন করা হয়। এ সময় সুমনের পুরুষাঙ্গে রশি বেঁধেও নির্যাতন করেন তারা। সেই নির্যাতনের ভিডিয়ো ধারণ করেন তারাই। নির্যাতনের ভিডিয়ো ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে।

এ ঘটনায় গত ২৮ জুলাই বাদী হয়ে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেন সুমন মিয়া। কিন্তু গত ৩ দিনেও ঘটনার সাথে জড়িতদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সুমন মিয়া জানান, তিনি এক সময় লিমন ও মিলনের মাদক ব্যবসার ভারী হিসেবে কাজ করত। এখন তাদের সাথে মাদক ব্যবসা না করায় তাকে নির্যাতন করা হয়েছে। তবে ওই ঘটনার সাথে জড়িত লিমন মিয়া ও মিলন মিয়ার সাথে যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

কালীগঞ্জ থানা পুলিশের ওসি মো. ইমতিয়াজ কবির জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড