• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

সড়কের পাশে ময়লার স্তূপের দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা

  মো. মাহাবুবুর রহমান রানা, সাটুরিয়া (মানিকগঞ্জ)

২৪ জুলাই ২০২৩, ১৪:৩৪
সড়কের পাশে ময়লার স্তূপের দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা
ময়লার স্তূপের দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা (ছবি : অধিকার)

মানিকগঞ্জের সাটুরিয়া টু দড়গ্রাম আঞ্চলিক সড়কের উত্তর পাশে ময়লা-আবর্জনা ফেলে স্তূপ করে রাখা হয়েছে। সাটুরিয়া উপজেলায় ময়লা-আবর্জনা ফেলার স্থায়ী স্থান (ডাম্পিং স্টেশন) না থাকায় সড়কের পাশেই বাসা বাড়িসহ হাট-বাজারের সব ময়লা-আবর্জনা এভাবে ফেলা হচ্ছে।

বছরের পর বছর ধরে এভাবেই সড়কের পাশে ময়লা ফেলতে ফেলতে স্তূপ হয়ে গেছে। এর দুর্গন্ধে পাশ দিয়ে চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। ময়লা ছড়িয়ে-ছিটিয়ে পুরো এলাকা দূষিত করছে। এসব ময়লা গড়িয়ে পাশের গাজী খালি নদীতে পড়ে নদীর পানিও দূষিত করছে।

স্থানীয়রা জানান, সড়কে পাশে আবর্জনা ফেলার ফলে এসব বর্জ্যের উৎকট গন্ধ বাতাসে মিশে পরিবেশ দুষিত হচ্ছে। এসব এলাকায় মশা-মাছিসহ পোকা-মাকড়ের উপদ্রব বেড়ে গেছে। এছাড়াও যেখানে সেখানে ময়লা ফেলায় হুমকির মুখে পড়েছে পরিবেশ। সড়কের পাশে ময়লার ভাগাড় জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে।

গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন সাটুরিয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনাইটেড হাই স্কুল, কেজি স্কুল ও সাটুরিয়া সৈয়দ কালু শাহ্ বিশ্ববিদ্যালয় কলেজের শত-শত শিক্ষার্থীসহ পথচারীরা সড়ক দিয়ে যাওয়ায় সময় দুর্গন্ধের কারণে নাকে রুমাল চেপে চলাচল করতে হচ্ছে।

উপজেলার যে সড়কের পাশে ময়লা ফেলা হচ্ছে, সেখানে রয়েছে সিএনজি এবং অটো স্ট্যান্ড। ময়লার দুর্গন্ধের কারণে অপেক্ষমাণ যাত্রীদেরকেও চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

অটোরিকশা চালক রফিকুল ইসলাম বলেন, এখান থেকে প্রতিদিন অসংখ্য যাত্রী উপজেলার হরগজ, ঘিওর, কুষ্টিয়া, দরগ্রাম শিমুলিয়াসহ এলাকার বিভিন্ন স্থানে চলাচল করে। সড়কের পাশের ময়লা-আবর্জনার দুর্গন্ধে যাত্রীরাও অতিষ্ঠ হয়ে পড়েছেন।

সানোয়ার হোসাইন নামে এক পথচারী বলেন, আমার বাড়ি উপজেলার পশ্চিম কাউন্নরা গ্রামে। ময়লার স্তূপের কাছ দিয়ে প্রতিদিন আসা যাওয়া করতে হয়। দুর্গন্ধে নাক চেপেও হাঁটা দায়।

তিনি আরও বলেন, আমরা যথাযথ কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানাচ্ছি, যেখানে মানুষের চলাচল নাই এমন স্থানে যেন ময়লা আবর্জনা ফেলানো হয়।

সাটুরিয়া বাজার বণিক সমিতির সদস্য আব্দুর রাজ্জাক বলেন, যারা হাট-বাজারের ইজারা নিয়েছেন তাদের বলা হবে সড়কের পাশে যেন আর ময়লা-আবর্জনা না ফেলে।

তিনি আরও বলেন, সড়কের পাশ থেকে দ্রুত আবর্জনাগুলো যেন সরিয়ে ফেলা হয় সেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাটুরিয়া সৈয়দ কালু শাহ্ বিশ্ববিদ্যালয় কলেজের দ্বিতীয় বর্ষে পড়ুয়া শিক্ষার্থী ফারিয়া আক্তার বলেন, সড়কের পাশে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা আবর্জনার স্তূপের উৎকট গন্ধে কলেজে যাতায়াত কষ্টকর হয়ে পড়েছে।

সাটুরিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হাসান জুয়েল বলেন, রাস্তার পাশে ময়লার দুর্গন্ধে শিক্ষার্থীরা ভোগান্তি নিয়ে চলাচল করছে। সড়কের দুপাশ পরিচ্ছন্ন থাকলে ছাত্র-ছাত্রীসহ এসব সড়কে চলাচলকারীদের জন্য সুবিধা হবে।

সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন উর রশীদ জানান, ময়লা আবর্জনার পচা দুর্গন্ধে এক দিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে। অন্য দিকে মানুষেরও চরম স্বাস্থ্য ঝুঁকি রয়েছে।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তা রহমান বলেন, সড়কের পাশে এসব ময়লা-আবর্জনার স্তূপ অপসারণে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, এসব সড়কে চলাচলকারী পথচারী ও যাত্রীগণের সমস্যা সমাধানে স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড