• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

৯৯ হাজার জাল টাকার নোটসহ প্রতারক চক্রের সদস্য আটক

  মো. গোলামুর রহমান, লংগদু (রাঙ্গামাটি)

১৫ জুলাই ২০২৩, ১৭:৫২
৯৯ হাজার জাল টাকার নোটসহ প্রতারক চক্রের সদস্য আটক

রাঙ্গামাটির লংগদুতে জাল টাকাসহ প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে লংগদু থানা পুলিশ।

শুক্রবার (১৪ জুলাই) বেলা ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে বাইট্টাপাড়া বাজার থেকে মো. জুয়েল মিয়া (২৫), পিতা- মো. খোরশেদ আলম প্রকাশ খোকাকে এসআই মশিউর আলম সঙ্গীয় এসআই শাহাবুর আলমের নেতৃত্বে ফোর্সসহ অভিযান পরিচালনা করে আসামি জুয়েলকে ধরতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জুয়েলের স্থায়ী ঠিকানা নজরপুর গ্রাম, থানা- সোনাইমুড়ী, জেলা- নোয়াখালী, প্রতারক জুয়েলের কাছ থেকে এক হাজার টাকার ৯৯টি জাল নোট জব্দ করা হয়। প্রতারক চক্রের সদস্য জুয়েলকে জিজ্ঞাসাবাদে জানা যায়, শনিবার মাইনীমূখ বাজারে গরু বিক্রি হবে, সেখানে জাল টাকাগুলো চালাবে বলে স্বীকার করেন।

জুয়েল আরও বলেন, তিনি বাইট্টাপাড়া এলাকার মো. হান্নান মিয়ার কাছে এসেছিল।

এ বিষয় লংগদু থানার অফিসার ইনচার্জ ইকবাল উদ্দিন বলেন, জুয়েলের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। এই প্রতারক চক্রের সাথে অন্য কেউ জড়িত আছে কি-না আমরা আরও খোঁজখবর নিচ্ছি। এছাড়াও বিভিন্ন থানায় জুয়েলের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে বলে জানা যায়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড