• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

পদ্মায় ডুবে ও সড়কে ঝরল রূপপুর প্রকল্পের শ্রমিকসহ দুই প্রাণ

  রাকিব হাসনাত, পাবনা

১৫ জুলাই ২০২৩, ১৩:১৮
পদ্মায় ডুবে ও সড়কে ঝরল রূপপুর প্রকল্পের শ্রমিকসহ দুই প্রাণ
উদ্ধারকৃত মরদেহগুলো (ফাইল ছবি)

পাবনার ঈশ্বরদীতে পদ্মানদীতে গোসল করতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। অপরজন জুময়ার নামায আদায় করত যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহত হন। আজ শুক্রবার (১৪ জুলাই) দুপুর ও বিকালে ঈশ্বরদীর পাকশী এলাকায় পৃথক এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের ফকিরপাড়ার জামু ফকিরের ছেলে রাব্বি ফকির (২৩), পাকশী ইউনিয়নের জিগাতলা এলাকার মৃত হোসেন আলীর ছেলে আব্দুল করিম ওরফে পান করিম (৬০)। তিনি রূপপুর প্রকল্পের শ্রমিক ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বিকেলের দিকে রাব্বি নামের এক যুবক রূপপুর প্রকল্পের পাশে ফটু মার্কেট এলাকায় পদ্মা নদীতে কয়েকজন বন্ধু মিলে গোসল করতে গিয়ে হঠাৎ পানিতে তলিয়ে যায়। এ সময় স্থানীয়রা উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

অপর দিকে রূপপুর পারমানবিক প্রকল্পের শ্রমিক আব্দুল করিম দুপুর সাড়ে ১২টার দিকে জুময়ার নামায আদায় করার জন্য বাড়ি থেকে মসজিদে যাওয়ার সময় পাকশী-পাবনা বগামিয়া সড়কের চররূপপুর জিগাতলা মোড়ে পৌঁছালে পেছন থেকে একটি বেপরোয়া মোটরসাইকেল আব্দুল করিমকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আব্দুল করিমকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

নিহত রাব্বি ফকিরের চাচা ওয়ারেচ আলী ফকির জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে রাব্বি এলাকার আরও ৭-৮ জনের সঙ্গে পদ্মানদীতে গোসল করতে যায়। সে সাঁতার না জানায় হঠাৎ পানিতে তলিয়ে যায়। তার বাড়িতে শোকের মাতম চলছে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শফিকুল ইসলাম শামীম বলেন, পানিতে তলিয়ে গেলে ও সড়ক দুর্ঘটনার ঘটনায় স্থানীয়রা ভিকটিম দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, মরদেহ দুটি তাদের পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড