• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

মোজাম্বিকে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে ঝরল বাংলাদেশির প্রাণ

  শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম)

০১ জুলাই ২০২৩, ১০:১৮
মোজাম্বিকে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে ঝরল বাংলাদেশির প্রাণ

দক্ষিণ আফ্রিকার দেশ মোজাম্বিকে ম্যালারিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধিন অবস্থায় মিজানুর রহমান (৩২) নামে এক বাংলাদেশী প্রবাসীর মৃত্যু হয়েছে (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত মিজানুর রহমান মোজাম্বিকের সুফালা প্রভিন্সিয়ার মসুংগু জেলার ব্যবসায়ী বলে জানা যায়। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের পূর্ব কাহারঘোনার ৪ নম্বর ওয়ার্ডের বলি বাপের বাড়ীর নুরুল আলমের দ্বিতীয় পুত্র।

মোজাম্বিক থেকে এম. আর মুজিব নামে এক প্রবাসী মৃত্যুর বিষয়টি নিশ্চিৎ করে মুঠোফোনে বলেছেন, 'মিজানুর রহমান অসুস্থ হলে তাকে বেইরা সেন্ট্রাল হসপিটালে নেওয়া হয়। পরে তাকে সেখানে সিইউ'তে ভর্তি করা হয়। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (৩০ জুন) দুপুর ১টা ৫০ মিনিটের সময় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।'

তিনি আরো বলেন, 'বাংলাদেশ কমিউনিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে আনিছুর রহমান ভয়েস রেকর্ড দিয়ে জানান মিজানুর রহমান ম্যালারিয়ায় আক্রান্ত হওয়ার পর তার রোগ জন্ডিসে গড়ায়। পরে লিভারে সমস্যা হলে তাকে আর বাঁচানো যায়নি।'

উল্লেখ্য, তিনি ২০১০ সাল থেকে মোজাম্বিকে প্রবাসজীবনে ছিলেন। চলতি বছরের মে মাসে সে দেশ থেকে পুনরায় তার কর্মস্থল মোজাম্বিকে পৌছালে সেখানে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যান।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড