• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে সোচ্চার মঠবাড়িয়ার গণমাধ্যম কর্মীরা

  মো. রুম্মান হাওলাদার, পিরোজপুর

১৯ জুন ২০২৩, ১৫:২৯
সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে সোচ্চার মঠবাড়িয়ার গণমাধ্যম কর্মীরা

জামালপুরে বকশিগঞ্জ উপজেলার দৈনিক মানবজমিন ও ৭১ টিভির সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পাঁচটি পেশাদার সাংবাদিক সংগঠন।

আজ সোমবার (১৯ জুন) সকাল ১০টায় মঠবাড়িয়া পৌর শহরের সম্মুখ সড়কে মঠবাড়িয়া রিপোর্টার্স ক্লাব, সাংবাদিক সমিতি, উপজেলা প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি ও মঠবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে উপজেলার পাঁচটি পেশাদার সাংবাদিক সংগঠনের কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মঠবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি নাজমুল আহসান কবীরের সভাপতিত্বে এবং সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জুলফিকার আমিন সোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন- মঠবাড়িয়া পৌরসভার প্রশাসক আরিফ-উল-হক, যুবলীগের সাবেক সভাপতি শাকিল আহম্মেদ নওরোজ, মঠবাড়িয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মজিবর রহমান, সাংবাদিক ইউনিয়ন সভাপতি জামাল এইচ আকন, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ, রিপোর্টার্স ক্লাব সাধারণ সম্পাদক কামরুল আকন, সাংবাদিক সমিতি সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, রিপোর্টার্স ইউনিটি সভাপতি মোস্তফা কামাল বুলেট, সাংবাদিক সমিতি সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ, রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক আব্দুর রহমান আল নোমান, মানবাধিকার কর্মী এইচ এম মনিরুজ্জামান, রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, দৈনিক অধিকারের জেলা প্রতিনিধি সাংবাদিক মো. রুম্মান হাওলাদার, ৭১ টিভির উপজেলা প্রতিনিধি আফজাল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন- নাদিম হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। সাংবাদিক নাদিম হত্যার মূল হোতা চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ইতোমধ্যে প্রায় ১৩ জন গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের এবং হত্যাকাণ্ডের সাথে অন্যরা যারা জড়িত রয়েছে তাদের আইনের আওতায় এনে দ্রুত ফাঁসির জোর দাবি জানাচ্ছি। সাংবাদিকরা যখনই সাহস করে অন্যায়ের বিরুদ্ধে কলম ধরে, তখনই তাদের ওপর নির্যাতন, মামলা-হামলা শুরু হয়। দেশে সাংবাদিক নির্যাতন ও হত্যাকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, সংবাদ প্রকাশের জেরে গত ১৪ জুন বুধবার রাতে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ৭১ টিভি ও দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিকে স্থানীয় সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে একদল সন্ত্রাসীরা হামলা চালিয়ে আহত করে। পরের দিন তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড