• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাতের আঁধারে পুড়ল ২০ লাখ টাকার মালামাল

  এম এ মোতালিব ভুইয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

১১ জুন ২০২৩, ১৬:৩৮
রাতের আঁধারে পুড়ল ২০ লাখ টাকার মালামাল

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সদরের মধ্য বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে ছাই হয়ে। আগুনের লেলিহান স্বীকার হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, আগুনে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। রাত অনুমান পুনে এগারোটার দিকে বাজারে আগুন লাগার প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর স্থানীয় জনসাধারণ ও ফায়ার সার্ভিসের অবিরল প্রচেষ্টায় এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১০ জুন) রাত প্রায় পুনে এগারোটার দিকে উপজেলা সদরের মধ্য বাজারে এই অগ্নিকাণ্ডটি ঘটে।

স্থানীয়রা বলেন- দোয়ারাবাজারের মধ্য বাজারে ব্যবসায়ী আসকর মিয়ার হার্ডওয়্যার দোকানঘরের পিছনের গুদামে আগুনের সূত্রপাত হয়। এ সময় বাজারে থাকা লোকজন চার দিকে ছুটোছুটি করতে থাকে। পরবর্তীকালে ক্ষণিকের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে যায়।এসময় ব্যবসায়ী আসকর মিয়ার দোকানের পশ্চিম পাশের ব্যবসায়ী মোড়ল রায়ের কাপড়ের দোকানঘর এবং পূর্ব পাশে ব্যবসায়ী শহিদ মিয়ার ব্রিজের দোকান আগুনে পুড়ে যায়।

এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ মোর্শেদ মিশু, পুলিশ পরিদর্শক দেবদুলাল ধর, এসআই মিজানুর রহমানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় জনসাধারণ, পুলিশ ও ফায়ার সার্ভিসের অবিরল প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এখনো জানা যায়নি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড