• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

মঠবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ের বজ্রপাতে গৃহবধূসহ ৬ গরুর মৃত্যু

  মো. রুম্মান হাওলাদার, পিরোজপুর:

৩০ এপ্রিল ২০২৩, ১১:৫৩
বজ্রপাত

পিরোজপুরের মঠবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ের বজ্রপাতে হোসনেয়ারা বেগম (৪১) নামে এক গৃহবধূর মৃত্যুসহ একই সময়ে উপজেলার পৃথক দুই স্থানে অপর দুই কৃষকের ছয়টি গরুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিহত হোসনেয়ারা বেগম উপজেলার সাপলেজা ইউনিয়নের নলী জয়নগর গ্রামের আব্দুল ছালামের স্ত্রী। শনিবার (২৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে বৃষ্টি শুরু হলে হোসনেয়ারা নামে ওই গৃহবধূ নিজ বাড়ির পেছনের মাঠে ঘাস খেতে থাকা গরু আনতে যান। আনার পথে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে উপজেলার দাউদখালী ইউনিয়নের পাঠাকাটা গ্রামের কৃষক আব্দুর রব খলিফার ৪টি গরু ও সাপলোজা গ্রামের সোবাহান মিয়ার নামের এক কৃষকের ২টি গরু মারা যায়। কৃষক আব্দুর রবের ৭টি গরুর ৫টি গরু মাঠে বাধা ছিল। দুপুরে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে ৪টি গরু ঘটনাস্থলেই বজ্রপাতে মারা যায়। এর মধ্যে গাভী একটি ও তিনটি বলদ গরু ছিল।

আব্দুর রব খলিফার ছেলে ইয়াসিন খলিফা জানান, ৪ টি গরুর বর্তমান বাজার মূল্য প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা। ভুক্তভোগী উভয় কৃষক তাদের পালিত গরু হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, দুপুরের দিকে গরু আনতে গিয়ে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড