• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুষ্টিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

  রিয়াজুল ইসলাম, কুষ্টিয়া

২৮ এপ্রিল ২০২৩, ১২:৫২
কুষ্টিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে আজ শুক্রবার (২৮ এপ্রিল) সকালে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বেলুন ও শান্তির পায়রা কবুতর উড়িয়ে দিবসের শুভ সূচনা করা হয়।

পরে আদালত চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হয়। জেলা আইনজীবী সমিতির মিলনায়তন এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন- জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ রুহুল আমীন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ কেরামত আলী, স্পেশাল জজ আশরাফুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আ ন ম আবু জর গিফারী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুল আলম দুলাল, পাবলিক প্রসিকিউটর ও আইনজীবীসহ বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এ সময় বক্তারা বলেন- দরিদ্র, অসহায় সাধারণ মানুষ যাতে বিনা খরচে আইনি সহায়তা পেতে পারে এ জন্য লিগ্যাল এইড কাজ করছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড