• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

গোয়াল ঘরে কয়েলের আগুনে মালিক ও গরু ভস্মীভূত

  মো. মাহাবুবুর রহমান রানা, সাটুরিয়া (মানিকগঞ্জ)

২৪ এপ্রিল ২০২৩, ১১:০৬
গোয়াল ঘরে কয়েলের আগুনে মালিক ও গরু ভস্মীভূত
আগুনের তাণ্ডবে বিধ্বস্ত গোয়াল ঘর (ছবি : অধিকার)

মানিকগঞ্জের সাটুরিয়া দিঘলিয়া গ্রামে মশার কয়েল থেকে আগুন লেগে একজন নিহত ও গরু পুড়ে ছাই হয়ে গেছে।

এতে আহত হন আব্দুল রহমানের স্ত্রী সাহেলা বেগম। তাকে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিঘলিয়া গ্রামের আব্দুল রহমান গরুর গোয়াল ঘরে শনিবার রাতে মশার কয়েল লাগিয়ে ঘুমিয়ে পরেন। এরপর রাত আনুমানিক ১টার দিকে গরু রাখার গোয়াল ঘরে আগুন দেখেন প্রতিবেশীরা। এ সময় আব্দুল রহমান ও তার স্ত্রী সাহেলা বেগম গরুকে বাঁচাতে গোয়াল ঘরে প্রবেশ করে। ঘরের চাল তাদের উপর ভেঙে পড়লে আব্দুল রহমান ও গরু ঘটনাস্থলেই মারা যায়।

পরবর্তীকালে স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও সাহেলা বেগমকে জীবিত অবস্থায় বের করেন। সাহেলা বেগমকে সাটুরিয়া হাসপাতালে নিলে তাকে মানিকগঞ্জ হাসপাতালে পাঠানো হয়। শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে মানিকগঞ্জ থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। সাহেলা বেগমের শারীরিকভাবে ৭০ ভাগ পুরে গেছে বলে স্থানীয়রা জানান।

দিঘলিয়া ইউপি চেয়ারম্যান মো. সফিউল আলম জুয়েল বলেন, মশার কয়েল থেকে গরুর গোয়াল ঘরে আগুন লাগে। গরুকে বাঁচাতে গিয়ে গরুর মালিক ও তার স্ত্রীর উপর ঘরের চাল ভেঙ্গে পরলে গরু ও আব্দুল রহমান মারা যান।

সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে গেলে বাড়ির মালিক আব্দুল রহমান ও তার পোষা গরু আগুনে পুড়ে মারা যায়।আহত অবস্থায় তার স্ত্রী সাহেলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড