• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে ১০ লাখ টাকার মালামাল ডাকাতি

  তরিকুল ইসলাম তরুন, কুষ্টিয়া

২০ এপ্রিল ২০২৩, ১৩:৪৬
পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে ১০ লাখ টাকার মালামাল ডাকাতি

কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউপির শিমুলিয়া মধ্যপাড়া গ্রামের মৃত হেকমত আলীর পুত্র কৃষক লিয়াকত আলীর (বিশু খাঁ) বাড়িতে বুধবার (২০ এপ্রিল) গভীর রাতে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাতদল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল নিয়ে পালিয়ে গেছে।

ভুক্তভোগী পরিবার ও খোকসা থানা পুলিশ জানিয়েছে, শিমুলিয়া মধ্যপাড়া গ্রামের কৃষক লিয়াকত আলীর বাড়িতে বুধবার গভীর রাতে পুলিশ পরিচয়ে বাড়ি তল্লাশির কথা বলে ১০/১২ জনের একদল ডাকাত বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে বাড়িতে প্রবেশ করে।

এ সময় বাড়িতে কৃষক লিয়াকত আলীর ৬ পুত্র, পুত্রবধূ অবস্থান করছিলেন। সংঘবদ্ধ ডাকাত দল পরিবারের সকল সদস্যদের অস্ত্রেরে মুখে জিম্মি করে ৩টি আধপাকা ঘরের ৬টি কক্ষের শোকেজ, আলমারী এবং বাক্স থেকে নগদ এক লাখ ১৪ হাজার টাকা, ৬টি স্বর্ণের চেন, ১টি স্বর্ণের হার, ৩টি স্বর্ণের আংটি, পাঁচ জোড়াকানের দুলসহ ৮ ভরি স্বর্ণালঙ্কার ও ৫টি ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

পরিবারের সদস্যরা জানিয়েছে ডাকাতদের মুখে মাস্ক থাকায় পরিবারের সদস্যরা কেউ ডাকাতদের চিনতে পারেন নাই। ঘটনার পর রাতেই খোকসা থানা অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লা ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি সাংবাদিকদের বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ডাকাতদের ধরতে রাতেই অভিযান শুরু করেছে পুলিশ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড