• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাঙামাটির পাহাড়ি অঞ্চলে সশস্ত্র দুই গ্রুপের গোলাগুলি

  এম. কামাল উদ্দিন, সিনিয়র স্টাফ রিপোর্টার (রাঙামাটি)

১৯ এপ্রিল ২০২৩, ১১:৫৮
রাঙামাটির পাহাড়ি অঞ্চলে সশস্ত্র দুই গ্রুপের গোলাগুলি
পাহাড়ি অঞ্চলের সৌন্দর্য (ছবি : অধিকার)

রাঙামাটির বরকলে দুই সশস্ত্র গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বরকল উপজেলার সুবলং ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা পানছড়ি এবং যমচুগ সংলগ্ন পাহাড়ে এ গোলাগুলির ঘটনা ঘটে।

এদিন সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টাব্যাপী উভয় পক্ষের গোলাগুলিতে অন্তত শতাধিক রাউন্ড গুলিবিনিময় হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এছাড়া জেলা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

জানা যায়, সুবলং ইউনিয়ন সদর বাজার হতে প্রায় ১৫/২০ কিলোমিটার উত্তরে গহীন অরণ্য পাহাড়ে একে অপরের প্রতিপক্ষীয় দুটি সশস্ত্র গ্রুপ মুখোমুখি হলে পালটাপালটি গোলাগুলিতে লিপ্ত হয়। এতে এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করে। গোলাগুলির শব্দে এলাকাজুড়ে প্রকম্পিত হয়। পরে প্রায় তিন ঘণ্টাব্যাপী গুলিবিনিময়ের এক পর্যায়ে উভয় গ্রুপ পিছু হটে যার যার অবস্থানে পালিয়ে যায়।

এ ঘটনায় হতাহতের বিষয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি। দুই আঞ্চলিক দলের সশস্ত্র গ্রুপে গোলাগুলির ঘটনাটি ঘটেছে বলে জানানো হলেও তাদের দলীয় পরিচয় নিশ্চিত করতে পারেননি পুলিশ ও স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহ নেওয়াজ রাজু বলেন, ওই এলাকায় সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে বলে পুলিশকে জানানো হয়েছে।

রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, পাহাড়ে অবস্থান নেওয়া পরস্পরবিরোধী দুই আঞ্চলিক দলের সশস্ত্র সদস্যদের মধ্যে ব্যাপক গুলিবিনিময়ের খবর পাওয়া গেছে। তবে এতে কারা জড়িত, তা বিস্তারিত জানা যায়নি। এলাকাটি খুবই দুর্গম, তাই তাৎক্ষণিক পুলিশের পক্ষে ঘটনাস্থল যাওয়া সম্ভব হয়নি। কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। এ ব্যাপারে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড