মোহাম্মদ আব্দুর রহিম, স্টাফ রিপোর্টার (বান্দরবান)
নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সামরিক শাখার প্রধান রণবীরসহ দুই জঙ্গির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পরিদর্শক মো. আব্দুল মজিদ। গতকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম এমরান এ রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড মঞ্জুরকৃত জঙ্গিরা হলেন- কথিত জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সামরিক শাখার প্রধান রণবীর (৪৪) ও বোমা বিশেষজ্ঞ আবুল বাসার মৃধা (৪৪)।
আদালত সূত্র জানায়, গত ২৩ জানুয়ারি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের পাহাড়পাড়া সাকিনের ইয়াহিয়া গার্ডেন এলাকার একাশিয়া বাগানে অভিযান পরিচালনা করে সিলেটের শাহপরাণ এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে মাসুকুর রহমান ওরফে রণবীর (৪৪) ও মাদারীপুরের রাজৈর এলাকার মৃত আব্দুর রউপ মৃধার ছেলে আবুল বাসার মৃধাকে (৪৪) অস্ত্র, কারতুজ ও নগদ টাকাসহ আটক করে র্যাব-১৫ এর সদস্যরা। পরে গত ২৪ জানুয়ারি বান্দরবান জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক সৈয়দা সুরাইয়া আক্তার কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ বিষয়ে কোর্ট পরিদর্শক মো. আব্দুল মজিদ জানান, সন্ত্রাস ও রাষ্ট্রদ্রোহী মামলায় মাসুকুর রহমান রণবীর, আবুল বাশার মৃধা, নিজাম উদ্দীন হিরণ, মো. সাদিকুর রহমান, সালেহ আহমদ, মো. ইমরান বিন রহমান, বায়েজিদ ইসলামসহ সাত জনকে আদালতে তোলা হলে ৭ দিনের রিমান্ড আবেদন করে রাষ্ট্রপক্ষ। এরই প্রেক্ষিতে আদালত মাসুকুর রহমান ওরফে রণবীর (৪৪) ও আবুল বাসার মৃধাকে (৪৪) তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড