আলমগীর মন্ডল, মিরপুর (কুষ্টিয়া)
কুষ্টিয়ার মিরপুরে সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির নাম ভাঙিয়ে আনিছুর রহমান আনিছ নামে এক ব্যক্তির বিরুদ্ধে আর্থিক লেনদেনের মাধ্যমে প্রতারণার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে মিরপুর প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মিরপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক শারমিন সুলতানা এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি একজন নারী উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ী। আমি দীর্ঘদিন যাবৎ এলাকায় উন্নয়ন সমাজকর্মী হিসেবে সুনামের সাথে কাজ করে আসছি। যার প্রেক্ষিতে ২০১৭ সালের ১৮ জুলাই জেলা সমবায় কার্যালয় থেকে মিরপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের নিবন্ধন নিয়ে পৌরসভা, বারুইপাড়া ও ফুলবাড়িয়া ইউনিয়নে কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, আমার নিবন্ধিত প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে মিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় কুমারখালি উপজেলার সদরপুর গ্রামের ইব্রাহিম আলীর ছেলে আনিছুর রহমান আনিছ গংরা গ্রাণীর জনগোষ্ঠীর মধ্যে লোন বিতরণ ও আদায় করছেন। যদি কেউ তাদের সাথে আর্থিক লেনদেন করে থাকেন তার জন্য মিরপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড কোনোভাবেই দায়ী থাকবে না।
উল্লেখ্য, এমন প্রতারণা থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন এই নারী উদ্যোক্তা।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড