নজরুল ইসলাম শুভ, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার পবিত্র ইদ-উল-ফিতর উপলক্ষে স্বল্প আয়ের শ্রমজীবি মানুষদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন।
শুক্রবার (২৯ এপ্রিল) সনমান্দী ইউনিয়নের আলী-হায়দার সুপার মার্কেটে প্রায় ১ হাজার টি পরিবারের মাঝে এ ইদ উপহার সামগ্রী বিতরণ করেন। ইদ উপহার সামগ্রীর মধ্যে ছিল শাড়ি ও লুঙ্গি।
আরও পড়ুন: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রবকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
এ সময় উপস্থিত ছিলেন, কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মাহবুব পারভেজ, শম্ভুপুরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রিয়াজুল হক টিটু, বারদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. শরীফ সরকার, সিনিয়র সহ-সভাপতি এইচ, এম আসাদুজ্জামান, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক মো.ফয়জুল হাসান বাবু, জামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. সামসুল আলম, নোওয়াগাঁ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আবু হানিফ ভুইয়া, সাধারণ সম্পাদক মো. নাজমূল হক ভুইয়া, বারদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. শেখ নাজমূল আলম, সনমান্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মোহাম্মদ আলী,সনমান্দি ইউনিয়নের মুক্তিযুদ্ধ সন্তান কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ওডি/এমকেএইচ
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড