সারাদেশ ডেস্ক
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় আবু সায়েদ (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২২ জানুয়ারি) সকালে বাড়ির পাশে মাঠ থেকে লাশ উদ্ধার করে পুলিশ। আবু সায়েদ উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পূর্বঘিলাতলি গ্রামের দুলাল মিয়ার ছেলে। গত ২২ ডিসেম্বর ছাতকের ভাদেশ্বরী গ্রামে তার বিয়ে হয়।
পুলিশ ও স্বজনরা জানায়, শুক্রবার (২১ জানুয়ারি) বিকালে বাড়ির পাশে মাঠ থেকে গরু আনতে যান আবু সায়েদ। এরপর আর ফেরেননি। আজ সকালে মাঠে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্বজনরা। পরে লাশ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন : এলাকায় আতঙ্ক, বিদ্যালয়ে আসেনি কোনো শিক্ষার্থী
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর বলেন, আবু সায়েদ শারীরিক প্রতিবন্ধী ছিলেন বলে জানিয়েছে পরিবার। লাশে কোনো আঘাতের চিহ্ন নেই। পরিবার কোনো অভিযোগ করেনি।
ওডি/এএম
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড