সারাদেশ ডেস্ক
নেত্রকোনার পূর্বধলায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আমির মুন্সী (৩৭) নামে ব্যক্তি নিহত হয়েছে।
শনিবার (২২ জানুয়ারি) মধ্যরাতে শ্যামগঞ্জ বিরিশিরি সড়কে আতকাপাড়া বামনখালি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মোটরসাইকেলে অপর আরোহী আল আমিন (৩০) নামে মৃত ব্যক্তির সহোদয় ভাই আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেস। তারা দুর্গাপুর উপজেলার চরমুক্তাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবু সাইদের ছেলে।
পুলিশ জানায়, শনিবার মধ্যরাতে দেড়টার দিকে ময়মনসিংহ হতে দুর্গাপুর যাওয়ার পথে অপরদিক থেকে আসা অজ্ঞাত একটি বালুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আমির মুন্সীর মৃত্যু হয় এবং অপর আরোহী সহোদয় ভাই আল আমিন আহত অবস্থায় পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে।
আরও পড়ুন : জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় চালক নিহত
পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
ওডি/এফই
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড