• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বরিশালে জাটকা ফেলে পালালেন ব্যবসায়ী

  সারাদেশ ডেস্ক

২০ নভেম্বর ২০২১, ১৪:০৩
বরিশাল
জাটকা উদ্ধার (ছবি : সংগৃহীত)

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা বাজার থেকে একশ কেজি জাটকা উদ্ধার করেছে মৎস্য অধিদফতরের সদস্যরা। তবে অভিযান টের পেয়ে মাছের মালিক আগেই সেখান থেকে পালিয়ে যায়।

শনিবার (২০ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলা মৎস্য অধিদফতরের সদস্যরা এ অভিযান চালান।

স্থানীয়রা জানান, উপজেলার মাহিলাড়া গ্রামের বিপুল দাস সকালে জাটকা বিক্রির জন্য গৈলা বাজারে নিয়ে আসেন। এর কিছুক্ষণ পর মৎস্য অধিদফতরের সদস্যরা বাজারে অভিযান চালান। মৎস্য অধিদফতরের লোকজন দেখে জাটকা ফেলে পালিয়ে যান বিপুল দাস।

আরও পড়ুন : ব্রিজ নির্মাণে ধীরগতি, জনভোগান্তি চরমে

উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, গৈলা বাজারে অভিযান পরিচালনা করে একশ কেজি জাটকা জব্দ করা হয়। তবে মাছের মালিক পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনুর নির্দেশে উদ্ধারকৃত জাটকাগুলো এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

ওডি/এফই

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড